গাজীপুরে বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ – Rupaly Desh Tv

সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ
Reporter Name
প্রকাশকাল বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার আরএকে সিরামিকসে প্রতি বছর ইনক্রিমেন্ট ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিকের থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে ১১টি দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। এরমধ্যে ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মী নিয়োগ, প্রতিবছর ইনক্রিমেন্ট নিশ্চিত করার দাবি রয়েছে।

শ্রমিকরা জানান, ‘কোনো বিষয়ে ভারতীয় কর্মকর্তারা তাদের মূল্যায়ন করেন না, ভালো কোনো প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায় না। তারা দায়িত্বে আসার পর আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় না।’

বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো সমাধানে আসেননি।

কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজে ২০দফা দাবি জানিয়ে মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।

আজ বুধবাল সকালেও তারা ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ শ্রমিকদের চাকরি স্থায়ী করা, ৫ তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নৈশকালীন ডিউটি বাতিলসহ ২০দফা দাবি জানিয়েছেন।

অপরদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরিপ্রত্যাশী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে, শ্রমিক নিয়োগে নারী-পুরুষ বৈষম্য রোধে গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, চাকরিতে পুরুষদের চেয়ে নারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়। আমরা এ ধরণের বৈষম্য চাই না।

অপরদিকে, গাজীপুরের রাজন্দ্রেপুরে ইউনি হেলথ্ ফার্মাসিউটিক্যালস-এ বেতন বৈষম্যসহ দুর করাসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন কর্মীরা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বুধবার সকাল থেকেই কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে আন্দোলন করছিল শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

এই পাতার আরো খবর