আন্তর্জাতিক ডেস্ক:
বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের সরকারে আসছে ব্যাপক রদবদল। যেখানে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বরত মন্ত্রী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। আরও বড় দায়িত্বের আভাস পেয়েই এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রয়টার্স।
এছাড়া কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনঃএকত্রীকরণ মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরৎকালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।
এছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে, জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফদের মধ্যে রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির দেখভাল করতেন।
জেলেনস্কির দলের সিনিয়র আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দপ্তর বদল হবে। তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পরশু হবে নিয়োগের দিন।